
ত্রিদেশীয় সিরিজের নিয়ম রক্ষার ম্যাচে আফগনিস্থানের ১৩৮ রানের সহজ টার্গেটকে একপ্রকার কঠিন করে জয় পেলো টাইগাররা। একপাশ আগলে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকত।
শুরুতেই লিটন ও শান্তকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন দুই অভিজ্ঞ সাকিব ও মুশফিক। কিন্তু একবার আউট হওয়া থেকে বেচেঁ গিয়েও দলীয় ৭০ রানের মাথায় ২৬ রান করে আউট হন মুশফিকুর রহিম। এরপরে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ১০৬ রানে ৬ উইকেট নিয়ে একপ্রকার চাপে পড়ে বাংলাদেশ।
কিন্তু এর পর মোসাদ্দেককে (১৫) নিয়ে সাকিবের ৩৫ রানের জুটিতে জয় নিয়ে ফেরে বাংলাদেশ। সাকিব ৮ চার আর ১ ছয়ে ৪৫ বলে ৭০ রানের এক অসাধারণ ম্যাচ খেলে।
আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন নাজিব ও রশিদ খান।
এর আগে শুরুতে বড় সংগ্রহের আশা জাগিয়েও বাংলাদেশি বোলারদের চাপে তা আর হয়ে উঠলো না আফগানদের। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ১৩৭/৭।
আফগান শিবিরের প্রথম উইকেট নিতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিলো বাংলাদেশি বোলারদের। আফিফ হোসেনের এক ওভারেই দুই উইকেট নিলে খেই হারায় আফগানরা। এর পরে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা।
আফিফ হোসেনের কল্যাণে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। হজরতউল্লাহ জাজাইকে ৪৭ রানে ফেরানোর পর আসগর আফগানকে ব্যক্তিগত শূন্য রানে মাঠ ছাড়া করান। জাজাই ৩৫ বলে ৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান। ওভারে দুই উইকেট নিয়ে কোনো রান দেননি আফিফ।
এর পরে মোস্তাফিজের বলে ফেরেন আরেক ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ (২৯)। পরে সাকিবের এলবি ফাঁদে পা দেন মোহাম্মদ নবী (৪)। এরপরে মাহমুদউল্লাহ থ্রোতে রান আউট হয়ে ফিরেন গুলবাদিন নাঈব (১)। সাঈফের বলে বোল্ড হয়ে ফিরেন নাজিবইল্লা জাদরান (১৪)। এরপরে শফিউলের বলে মোস্তাফিজের ক্যাচ বানান করিমকে(৩)।
আফগান অধিনায়ক রশিদ খান ১৩ বলে ১১ রানে এবং সাইফুল্লায় ২৩ রানে অপারাজিত ছিলেন।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে গ্রুপ পর্বে নিজেদের মধ্যে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে রইল। আর এই ম্যাচের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে দু’দল।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দেখায় আফগানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ফলে ফাইনালের আগে এই প্রতিপক্ষকে একবার হারাতে চাইছে স্বাগতিকরা। বাংলাদেশ আফগানদের বিপক্ষে হারলেও টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচই জিতেছিল।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। আমিনুল ইসলাম বিপ্লবের ইনজুরিতে ফের দলে এসেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান।
বাংলাদেশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, শফিকউল্লাহ, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান।