
চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে তার নামে তিন মামলা দায়েরের পর রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করা হয়।
শনিবার বিকালে তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অর্থপাচারের তিনটি মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র্যাব। কার্যালয়ের ভেতর থেকে ডলার, মদ, আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়। আটক করা হয় তার দেহরক্ষী আরো সাতজনকে।
র্যাব জানায়, শামীমের কার্যালয় থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করা হয়েছে।
শামীম ও তার সাত দেহরক্ষীকে আটকের পর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে তার সংশ্লিষ্টতার বিষয়টি পত্রপত্রিকায় এসেছে। এ ছাড়া তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে।