
যেভাবে এরশাদ সরকারের পতন হয়েছিল, সেভাবে পাপের কারণে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল(অব:) অলি আহমদ।
আজ বুধবার দুপুরে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে কোতোয়ালী থানা শাখার এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোতোয়ালী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আকরামুল করিম ইমন। এছাড়া বক্তব্য দেন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নুরুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্নেল(অব:) অলি বলেন, যেভাবে এরশাদ সরকারের ক্ষমতার শেষের দিকে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। তেমনি ভাবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ।
তিনি বলেন, দেশের দুর্নীতি মহোৎসব চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্নীতির সকল প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্রলীগের কোনো ধরণের ব্যবস্থা নিচ্ছে না সরকার। কারণ সরকার নিজেরাই ভাগাভাগীর রাজনীতির সাথে জড়িত।
এলডিপির চেয়ারম্যান বলেন, অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। আজ পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের স্থান নেই।