খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। অপরদিকে, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। এসময় গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানসহ শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।