গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বহুল আলোচিত সাঁওতাল উচ্ছেদ ঘটনার আদালতে পিআইবির দাখিলকৃত চার্জশীট প্রত্যাখান করে গোবিন্দগঞ্জে রাজপথ অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।
গত ২৮ জুলাই রবিবার বেলা সাড়ে তিনটা থেকে উপজেলার গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ মোড়ে প্রায় দুই ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে তারা। পরে স্থানীয় সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এর আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে। অবরোধ চলাকালে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতারা অবিলম্বে পিআইবির দেওয়া চার্জশীট বাতিল করে আলোচিত মূল হোতাদের অন্তঃভূক্ত করে নতুন করে চাজশীর্ট দেওয়ার দাবী জানায়।
উল্লেখ্য, সাঁওতাল পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার। পিবিআই এর দাখিলকৃত চার্জশীট প্রত্যাখান করে সড়ক অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।