এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা জহুরুল হক সরদার নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুযোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এসকেএস ফাউন্ডেশনের এলনা প্রকল্প, অক্রফাম বাংলাদেশের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রিডক্রিসেন্ট সোসাইটি কারিগরি সহযোগিতায়, ছিন্নমুল মহিলা সমিতির বাস্তবায়নে মহড়া অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য ছানোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার। বিশেষ অতিথির বক্তব্য ফায়ার সাভির্সের উপ-সহকারি পরিচালক-আমিনুল ইসলাম, ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোর্শেদুর রহমান খান, এলনা প্রকল্প অফিসার-তানজির আহম্মেদ, ছিন্নমুল সমিতির সমন্বয়কারি-মাসুদুর নবী নিপন, ইউপি সদস্য ফারুক হোসেন, জবেদ আলী, শাহিদা বেগম, ইউপি সচিব মাসুদার রহমান প্রমূখ।