
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলা বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বধুবার দিবাগত রাতে পুলিশ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আমির উদ্দীনের ছেলে নাসির উদ্দিন, নাসির উদ্দিনের স্ত্রী আঙ্গুরা বেগম, উজান তেওড়া গ্রামের মোকছেদ আলী ছেলে তসলিম উদ্দিন এবং তারাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে তাজরুল ইসলামকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। থানা ওসি আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান-তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।