
সম্প্রতি বন্যায় হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি ৮শত, দক্ষিন দিঘলকান্দি ১ হাজার, পাতিলবাড়ি-গাড়ামারা ৫ শত , সিপি গাড়ামারা ওয়ার্ডে ৩শত পরিবারসহ মোট ২ হাজার ৬শত পরিবার ক্ষতিগ্রস্ত হলেও এ যাবত ৮শত ৫০ পরিবার ১০ কেজি করে চাল ত্রাণ সহায়তা পেয়েছে (সাড়ে ৮ মে .টন)। যাহা ডেপুটি স্পিকার মহোদয় ও উপজেলা চেয়ারম্যান সাহেব নিজে থেকে বিতরন করেছেন (তথ্য সুত্র- বর্তমান ইউপি সদস্যগণ)। কালুরপাড়া ও কুমার পাড়ার ৪শতাধিক পরিবার কিছুই পায়নি।
হলদিয়া -কানাইপাড়া ৪ শতাধিক ,বেড়া গ্রাম ৮ শতাধিক,গোবিন্দপুর ৭ শতাধিক নলছিয়া ৫শতাধিক পরিবারসহ মোট ২৪ শ পরিবার রয়েছে। তাদের অর্ধেক পরিবার ত্রাণ পেয়েছে। তাতে দাড়ায় ১ হাজার ৩শ পরিবার। প্রত্যেক পরিবারকে ১০ কেজি হিসেবে বিতরন করেছে তাতে দাড়ায় ১৩ মে.টন।
অথচ হলদিয়া ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্ধ ৪৫ মে.টন চাল ১৫০ কার্টুন শুকনা খাবার। ১০ কেজি করে দিলে ৪ হাজার ৫শ পরিবার পাবার কথা। অথচ ত্রাণ পেয়েছে ২ হাজার ১শ ৫০পরিবার। বাকী হিসেব মিলছেনা। এসব ত্রান সহায়তা লুটপাটে ইউপি চেয়ারম্যান সহ কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।
সচেতন মহল বিষয়টি ত্রাণ বিতরনের মাষ্টার রোল চেকসহ নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।