
একটি এলাকার সমৃদ্ধি নির্ভর করে সে এলাকায় বিনিয়োগ এবং বাণিজ্যের পরিমাণের উপর। সাদুল্লাপুর এই দুটি ক্ষেত্রে অনেক পিছিয়ে। এখানে সম্ভাবনায় অনেক ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসায়ীরা মুনাফা অর্জন করতে পারেন। এভাবে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তুলে ধরেছেন উপজেলা নির্বাহী অফিসার সাদুল্যাপুর।
উপজেলা জুড়ে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলির মধ্যে রয়েছেঃ
১। কৃষিপণ্য নির্ভর শিল্প। (সাদুল্লাপুর কৃষিপণ্যে সারপ্লাস অবস্থায় রয়েছে। এই সারপ্লাস পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে কৃষিনির্ভর শিল্প স্থাপন করলে সেটি লাভজনক হবে)।
২। দুধ এবং দুধজাত পণ্য। (বর্তমান প্রেক্ষাপটে পল্লী এলাকা থেকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুর খাঁটি দুধ সংগ্রহ এবং বাজারজাতকরণ লাভজনক ব্যবসা হতে পারে। দুধ উৎপাদনে সাদুল্লাপুর এখন সারপ্লাস অবস্থায় রয়েছে। )
৩। হস্তশিল্পে প্রশিক্ষিত নারী সমাজ। (ক্ষুদ্র পর্যায়ে গার্মেন্টস স্থাপনের জন্য স্বল্প মজুরিতে দক্ষ শ্রমিকের যোগান এই নারী সমাজ হতে পারে।সরকারি দপ্তরসমূহ থেকে প্রশিক্ষিত অনেক নারী কাজের অপেক্ষায় রয়েছেন)।
৪। পর্যটন শিল্প(যেহেতু অত্র এলাকায় কোন বিনোদনকেন্দ্র নেই সুতরাং এটি বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় একটি ক্ষেত্র)।
বাণিজ্য সম্ভাবনাঃ
১। হস্তশিল্পে প্রশিক্ষিত নারীদের তৈরি পোশাক শহরের ব্যবসায়ীরা অনেক বেশি প্রতিযোগিতামূলক দামে ক্রয় করতে পারেন।
২। কৃষিপণ্য সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করে কৃষিপণ্যের শহুরে আড়তদাররা লাভবান হতে পারেন।
তিনি উপজেলা জুড়ে সম্ভাবনাময় ক্ষেত্র গুলোতে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাদুল্লাপুরের যে সকল ধনাট্য ব্যক্তিগণ শহরে অবস্থান করছেন তারা সাদুল্লাপুরে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার নবী নেওয়াজ।