
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: সোমবার (২২,জুলাই):
নড়াইলে ডিবি ও থানা পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী আটকনড়াইলে ডিবি ও থানা পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে নড়াইলের জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামের শরীফ বাড়িতে অভিযান চালিয়ে মৃত মোকলেস শরীফের ছেলে নাজমুল শরীফকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি থেকে আটক করেন। পৃথক অভিযানে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাহিদুর রহমানের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে আখতারুজ্জামান আকাশকে ৪০ পিস ও নড়াইলের চরমল্লিকপুর গ্রামের পশ্চিমপাড়ার আতিয়ার রহমানের ছেলে তৌহিদুর রহমান খানকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তারা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা ও সেবন করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আশিকুর রহমান, তাদের আটক করে, তিনি আরো জানান নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।