
প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রওশন এরশাদ বর্তমান সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে।
এই প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।’
একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোট ভাই জিএম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে দেন। সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে।
অপর একটি সূত্র জানিয়েছে, শনিবার (২০ জুলাই) দুপুরে রওশনের বাসায় গিয়ে বৈঠক করেন জিএম কাদের। সেই বৈঠকে রওশন জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশির্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে (রওশন) বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।