
বিএনপির বগুড়া জেলার সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার ওরফে খোকাকে (৬৫) মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে আসামিকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
খোকার বিরুদ্ধে একাত্তরে হত্যা ও গণহত্যার প্রাথমিক অভিযোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন মামলাটির তদন্তকারী ও ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জেএম আলতাফুর রহমান। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে।
আবদুল মোমেন তালুকদার বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। ২০১১ সালের ৮ মার্চ যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।সূত্র-আরটিএনএন