
গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায়
দেশে যে কোন ধরণের দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে সরকার। যেকোন ধরণের দূর্যোগ মোকাবেলা করতে দেশের সকল নাগরিককে সেচ্ছাসেবী হিসাবে এগিয়ে আসার আহবান সহ জেলার সকল সেক্টরের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান, দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি। এসময় তিনি উপরোক্ত কথা বলেন। এরআগে তিনি দূর্যোগ মোকাবেলায় কার্যক্রম পরিচালনাকারি ও সহকারি কার্যালয় গুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হতে নিজ নিজ কার্যক্রম গুলো তুলে ধরেন।
জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোছা: রোখছানা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি,হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় সিনিয়র সচিব মো: শাহ কামাল।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর কবির গাইবান্ধা জেলার বন্যার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। জেলা সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাগণ,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।