
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর বাবা-মা’র পরম স্নেহের ধন একমাত্র ছেলে মোরতাছিন রহমান পরম (১৪) মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্হ্য হয়ে আর ফিরলো না তার বাবা-মা’র কোলে।
মঙ্গলবার বিকালে তাকে হাসপাতালের আইসিইউ বিভাগে স্হানান্তর করা হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাসপাতালের বেডেই ‘পরম’ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলা সদরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-এর ম্যানেজিং ডাইরেক্টর আমেরিকা প্রবাসি নুরুন্নবী প্রধানের ভাগ্নে ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই অষ্টম শ্রেনীর মেধাবি শিক্ষার্থী’পরম’এর শরীরে দীর্ঘ প্রায় ৫ মাস আগে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।চিকিৎসার জন্য প্রথমে তাকে ঢাকায় স্কয়ার হাসপা- তালে ভর্ত্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন থাকাবস্হায় পরমে’র শারিরীক অবস্হার আরো অবনতি ঘটে। পরবর্তিতে প্রায় একমাস আগে উন্নত চিকিৎসার জন্য পরমকে ভারতের মোম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে স্হানান্তর করা হয়। ব্যায়বহুল চিকিৎসার ধারাবাহিকতায় ‘পরম’ চিরদিনের জন্য বাবা-মা’র পরম স্নেহ-মমতা উপেক্ষা করে মঙ্গলবার বিকালে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পার্শ্ববর্তি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের (থানা পাড়া) বাসিন্দা ঈশ্বরদী কৃষি ইনিষ্টিটিউটে কর্মরত প্রধান প্রশাসনিক কর্মকর্তা ড.সাইদুর রহমান ও গৃহিনী মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে পরম। আজ বৃহস্পতিবার মোম্বাই থেকে বাংলাদেশ এয়ার লাইনস-এর একটি বিমানযোগে পরমে’র-মরদেহ ঢাকায় পৌঁছবে। মরদেহ দেশে আসার পর পারিবারিক সিদ্ধান্তনুযায়ি আজ অথবা কাল ঘোড়াঘাট পারিবারিক কবরস্হানে পরমের লাশ দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
মেধাবি শিক্ষার্থী পরমের মৃত্যুর খবরে তার পরিবারবর্গ- আত্মীয়স্বজন,প্রতিবেশি,শিক্ষক-কর্মচারি,শুভাকাঙ্খি ও সহপাঠি ছাড়াও পলাশবাড়ী তথা ঘোড়াঘাট উপজেলাবাসির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহ গভীর শোক প্রকাশ করে পৃথক-পৃথক বিবৃতি দিয়েছেন।