
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের ছেলের বউকে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে ধানমন্ডি ৯/এ-এর বাসায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূর নাম মেরিনা শোয়েব। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’