
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার চিহ্নিত মাদক কারবারি ফুল মিয়া (৫০) কে ৬০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আজ ৭ জুলাই রবিবার দুপুরে তরফ ফাজিল এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটক ফুল মিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, ফুল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ তৈরী সরাঞ্জম জব্দ করা হয়েছে। এছাড়াও ফুল মিয়া হত্যা মামলার আসামি।