
স্টাফ রিপোটারঃ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবার লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ শনিবার (৬ জুলাই) দুপুরে কাবিলপুর বাজারে অনুষ্ঠিত হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, ১৫নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল’কে কেন্দ্র করে ৫ই জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় টুকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে চেয়ারম্যান ও তার লোকজন মুক্তিযোদ্ধা সন্তান জুয়েলকে লাঞ্চিত করে ।
লাঞ্চিত ঘটনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রয়াত মুক্তিযোদ্ধা মাজহারুল হান্নানের স্ত্রী নূর-জাহান বেওয়া, বড় ছেলে মোনোয়ারুল হাসান লাভলু , ছোট ছেলে আনোয়ারুল হাসান জুয়েল, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আহম্মদ হোসেন ও বর্তমান কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম বকুল জানান, ঘটনাটি অনাকাঙ্খিত ভাবে ঘটেছে এবং সমাধানের জন্য স্থানীয় ভাবে আজ আলোচনা হওয়ার কথা।
সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম লাঞ্চিত হওয়ার সময়ে উপস্থিতি সহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
লাঞ্চিত জুয়েলের মাতা নূরজাহান বেওয়া জানান, ঘটনার বিচার চেয়ে পরিবার ও এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি আর’ও বলেন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পরিষদের দায়িত্ব নেওয়ার পর হতে নব্য আওয়ামীলীগদের সুযোগ সুবিধার তালিকায় রেখেছেন। আমার ছেলে জুয়েল বঞ্চিতদের হয়ে কথা বলায় তাকে লাঞ্চিত করেছে চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
এলাকাবাসী সামাদ মিয়া, আব্দুল গণি ও বাদশা মিয়া জানান, নিজস্ব মনগড়া ভাবে চেয়ারম্যান রবি এলকার বিত্তবানদের অর্থের বিনিময়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করে থাকেন।সাধারণ মানুষ এসব অহেন কাজের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের উপর চড়াও হন।
মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত- বিএনপির পৃষ্ঠপোষক, দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির কর্মকান্ডে এলাকাবাসী আজ অতিষ্ঠ। ঘটনার দ্রুত তদন্ত পূর্বক শাস্তি কামনা ও বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও ডিপুটি স্পীকার মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন- আপনি এ বিষয়ে অত্র ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করুন আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।