
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে আগত নারী-পুরুষের পয়:নিস্কাশন সুবিধা নিশ্চিত করার লক্ষে নব-নির্মিত পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয়।
এসকেএস ফাউন্ডেশন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় ও ফুলছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগিতায় ফুলছড়ি উপজেরার ফুলছড়ি হাটে নির্মিত পাবলিক টয়লেটের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডিপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
গত ৪ জুলাই বৃহস্পতিবার সকালে পাবলিক টয়লেটের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসাইন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রমুখ।
গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে প্রতিবছর প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হলেও এখানে হাটে আগত নারী-পুরুষদের পয়:নিস্কাশনের জন্য আলাদা করে কোন পাবলিক টয়লেট ছিল না। হাটুদের বিশেষ করে নারীদের পয়:নিস্কাশনের সুবিধা নিশ্চিত করতেই পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়।