গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়ার সেকেন্দার আলীর (৬০) বসত বাড়ীতে আগুন দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনগণ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে অনৈতিক কাজে জরিত থাকা অবস্থায় এক যুবক যুবতিকে স্থানীয়রা আটক করলে ক্ষুব্ধ হয়ে ওঠা জনগন বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড কমিশনার মাছুদ রানা বাপ্পি জানান,দীর্ঘদিন থেকে নিজবাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মীদের এনে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন সেকেন্দার আলী। বিষয়টি জানা জানি হওয়ায় স্থানীয় জনগণর ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা তার বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কয়েকজন যৌন কর্মীকে আটক করে ।
এ সময় সেকেন্দার আলী অনৈতিক কাজ না করার অঙ্গীকার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। কিন্তু এর কিছুদিন পর সেকেন্দার আলী আরো বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে বুধবার দুপুরের দিকে তার বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যৌনকর্মী আটক হন। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা বিক্ষু হয়ে ওঠেন এবং তার বাড়িতে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেকেন্দার আলী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে রক্ষা পান।
স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের এপিএম গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে যাওয়া হয় এবং প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, বিক্ষুব্ধ জনগণ ওই বাড়ি থেকে আটক এক যৌনকর্মীসহ দুই জনকে থানায় সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।