
বরগুনায় কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের একজন পুলিশের কনস্টেবল পদে চাকরি পাচ্ছেন- এমন খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী চাকরি পাবে না। তাছাড়া,রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো আসামি ছাড় পাবে না।
আজ রোববার বিকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় ১৩ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকীদেরও গ্রেফতার অভিযান চলছে।
তিনি আরো বলেন, প্রধান অভিযুক্ত নয়ন বন্ড মাদক মামলার আসামি হওয়ার পরও পুলিশের প্রশ্রয় পেয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের কাছে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যার মূল আসামি নয়ন বন্ডসহ অন্যদের গ্রেফতার অভিযান চলছে।