
সফিকুল ইসলাম শিল্পী-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজোর গ্রামের জীবনের জীবন গেল আরেকজনের জীবন বাঁচাতে।এমন ঘটনা রাণীশংকৈল উপজেলার রাজোর গ্রামের লুৎফর রহমানের ছেলে জীবন একই গ্রামের ধনেশ রায়ের মেয়ে আন্তনা (১৫) অভিমানে বিষপান করেছে এমন খবর পেয়ে দেখতে গেলে, এই ঘটনা ঘটে।জানা যায়, ২৭ জুন বৃহস্পতিবার সকালে বিষ খাওয়া রুগীর খবর পেয়ে দেখতে যায়।এক পর্যায়ে সাথে থাকা হিরো ডিলাক্স মোটর বাইক যোগে আন্তনাকে বাঁচানোর জন্য দ্রুত পীরগনজ হাসপাতালে নেওয়ার পথে পয়েন্দা (বিশ মাইল) মোড়ের পাশে আম গাছের সাথে মর্মান্তিক দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলেই মারা যায়। অবশেষে আন্তনাকে হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসা দিলে প্রানে বেঁচে যায়। এ বিষয়টি এলাকার মানুষের মনে শোক সৃষ্টি করেছে।