
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জ পৌর সভার ২০১৯-২০২০ উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
বাজট ঘোষনা করেন পৌর মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম বাজেট ঘোষনার পূর্বে পৌরসভার উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বলেন পৌর সভার প্রায় তিন বছর হতে চলেছে আমি কমিশনাদেরদের নিয়ে আলোচনা করে রাস্তার লাইটিং, বিভন্ন রা¯তা, মসজিদ,ঈদগা মাঠ, মন্দি, গীর্জ্জা, কবর স্থানের সীমানা প্রাচীর ও জনগনের বিভিন্ন সমস্য সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। আর ও অনেক কাজ আছে আমি বরাদ্দ পেয়েছি যা কয়েক দিনের মধ্যে শুরু হবে ইনসা আল¬াহ। আমাকেও অনেক সমস্যায় পড়তে হয়েছে যেমন সাবেক সংসদ সদস্য বর্তমান উপজেলা চেয়ার ম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডলের বাসার সামন দিয়ে যে রাস্তা ১র্র্র্র্২ ফিট সে রাস্তা বাড়ীর সীমানা প্রাচীর দিয়ে র্৮(আট ফিট) বানিয়েছে এ রাস্তার জন্য আমি নোটিশ দিয়াছি মোটিভিশন করছি এ রাস্তা উদ্ধারের জন্য আর ও অনেক সমস্যা আছে তা অল্পদিনের মধ্যে কাটিয়ে উঠব সবার সহযোগীতা কামনা করছি। এরপর জন সমুখে বাজেট ঘোষনা করেন ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব আয়=১,৬৮,৬১,০০০/-টাকা। ২০১৯-২০২০অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন আয়= ২০,০৫,৪৭,০৯২/-টাকা। ২০১৯-২০২০অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব ব্যয়=১,২৯,৩৬,০৮০/-টাকা। ২০১৯-২০২০ অর্খ বছরের প্রস্তাবিত উন্নয়ন ব্যয় ১৯,৮৮,৫৫,৯২৩/-টাকা। ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব উদ্বৃত্ত= ৩৯,২৪,৯২০/-টাকা। ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন উদ্বৃত্ত=১৬,৯১,১৬৯/- টাকা। ২০১৯-২০২০ অর্থ বছরের মোট প্রস্তাবিত( উন্নয়ন মুলক+ রাজস্ব) আয়=২১,৭৪,০৮,০৯২/-টাকা। ২০১৯-২০২০অর্থ বছরের মোট প্রস্তাবিত(উন্নয়নমুলক+রাজস্ব)ব্যয়=২১,১৭,৯২,০০৩/- টাকা। ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট উদ্ধৃত=৫৬,১৬,০৮৯/- টাকা। বাজেট ঘোষনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সর্দার নুরুন্নবী রবু প্রশ্ন করেন হাসপাতালের পূর্ব প্রাচির হতে পুরাতন প্রেস ক্লাবের সামন দিয়ে কলেজের পিছন পর্যন্ত প্রাচির দিয়ে হাসপাতালের যাওয়া আসার রাস্তাটি সরু করে ফেলেছে। হাসপাতাল থেকে একটি এ্যাম্বুলেন্স বের হলে একটি ভ্যান রুগী নিয়ে আসলে পাশ্বদিয়ে ক্রস করার রাস্তা থাকে না। মেয়র বিষয়টি দেখবেন বলে জানান। সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহম্মেদ সোনা পৌর সভার বিভিন্ন সমস্যার তুলে ধরেন মেযর সমস্যা গুলি দেখবেন বলে জানান। এখানে উপস্থিত ছিলেন কমিশনার আলমগীর হোসেন,সাইফুল আজাদ,সফু,প্রমুখ।