
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গ্রেপ্তারি পরোয়ান জারি হলেই বরখাস্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি চাইলে আত্মসমর্পণ করতে পারেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী’ শীর্ষক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিআইজি মিজান আত্মগোপনে বিদেশে চলে যেতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ডিআইজি মিজান যদি আত্মসমর্পন করতে চান, তাহলে তিনি করতে পারবেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে দুর্নীতি দমন কমিশনের চিঠি দিয়ে তলব করার বিষয়ে মন্ত্রী বলেন, যে কোন ব্যক্তিকে চিঠি দেয়ার এখতিয়ার দুদকের আছে। তবে, ভাষাগত সমস্যা থাকলে তা দুদকই সমাধান করবে।