
সফিকুল ইসলাম শিল্পী-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥
২৪ জুন সোমবার ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী (মধ্য পাড়া )’র এক মধ্যবয়সী নারিকে নির্যাতনের আবিযোগ উঠেছে। ‘থানায় নারী ও শিশু নির্যাতন আইনে’ ৭ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে নির্যাতিতা নারীর স্বামী জিয়ারুল হক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্যাতিতা নারীর বাড়ি উপজেলার ভাংবাড়ী মধ্য পাড়ায়, সে জিয়ারুলের স্ত্রী বানু আকতার (৩২)। গত রোববার স্বজনদের সহায়তায় সকালেই রাণীশংকৈল হাসপাতালে ভর্তি হতে আসলে কতব্য ডাক্তার ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করে দেন। এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাণীশংকৈল অফিসার ইনচার্জ আব্দুর মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।