গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল ও স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার এসআই ফনি ভুষনের নেতৃত্ব সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকালে মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈয়দপুর হতে ঢাকাগামী আল ইমরান পরিবহনে ৩৫ বোতল ফেনসিডিলসহ যাত্রীবেশে ঢাকা যাচ্ছিলেন। থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএমের নির্দেশে উপজেলার বালুয়াবাজারে আল ইমরান পরিবহন আটক করে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের আঃ জব্বারের ছেলে সবুজ (৩৮), তার স্ত্রী বেগম (৩২) ও একই গ্রামের সকিনা বেগমকে (৩০) ৩৫ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে গ্রেফতার করে থানা নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।