
মোস্তফা মিয়া-পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জ উপজেলার ৮নং ইউনিয়নের পশুরামপুর মহিলা সিআইজি সমবায় সমিতির ২০জুন/১৯ইং তারিখে মাসিক সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব¡ করে পশুরামপুর মহিলা সিআইজি সমবায় সমিতির সভাপতি কাজলী বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মনোয়ার হোসেন। পশুরামপুর মহিলা সিআইজি সমবায় সমিতির ২০জন সদস্য উপস্থিত ছিলেন। সম্পাদক তাহমিনা আক্তার বলেন, আমাদের উদ্দেশ্যে নিজেরা স্বালন্বী হব, সেই সাথে দেশ কে উন্নতির দিকে নিয়ে যাব। উন্নত মানের গরু পালন, গরু মোটা তাজা করন, মৎস্য পালন, ঔষধি গাছ বাসক লাগাব এবং কৃষি জমি লিজ নিয়ে উন্নত জাতের চাষ বাদ করব। গরু মোটা তাজা করনের জন্য ৬০ হাজার টাকা সমিতির সদস্যদের দেয়া হয়েছে। গরু মোটা তাজা করনে প্রাকৃতিক পদ্ধতি ব্যাবহার, খাটি দুধ বাজারে বিক্রি জনসাধারন কে সচেতন করা আমাদের কাজ। সভাপতি কাজলী বেগম তার বক্তবে বলেন সমিতি কে আমরা কৃষি খাতে ব্যাবহার করছি বাড়ির ফাকা জায়গায় সবজির গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। উক্ত সমিতি গত ০৭/০২/১৪ইং তারিখে রেজিস্ট্রেশন করিছি যার নং-১২৫, সমিতির সদস্যদের সঞ্চয়ের ১,৮০,০০০/= আমরা ব্যাংকে রেখে দিয়েছি। সমিতির উদ্দেশ্য কে বাস্তবায়ন করতে সমিতির সদস্যদের সহযোগিতা চেয়ে সাবাই কে ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করেন।