
গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন নাবিক কর্মীরহাত হাসপাতালের উদ্যোগে ২০ জুন বৃহস্পতিবার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু।
ডা. উত্তম চন্দ্র সরকার, ডা. ফজলু রহমান ও ডা. হোসনে আরা বেগম চিকিৎসা শিবিরে ডায়াবেটিস, গর্ভবতী মা, শিশু ও চক্ষু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেন।
এসময় উপস্থিত ছিলেন নাবিক কর্মীরহাত হাসপাতালের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ব্যবস্থাপক মাহমুদুল হক রতন, কোষাধ্যক্ষ হাতেম তাই।
এছাড়া নাবিক কর্মীরহাত হাসপাতালের নার্স, সেবিকাদের মধ্যে নার্গিস আকতার, ফেরদৌসী বেগম, জেসমিন আরা, শাহীন মিয়া, ফারুক মিয়া, মোহন বর্মন, মনোয়ারা বেগম চিকিৎসা শিবিরের বিভিন্ন কাজে সহযোগিতা করেন। উল্লেখ্য, বল্লমঝাড় ও পার্শ্ববর্তী এলাকার ১১০ জন দরিদ্র রোগীর চিকিৎসা সহায়তা দেয়া হয়।