
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শপথ নেওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা সেই সংসদে দাঁড়িয়ে বলে সংসদ অবৈধ। এগুলোতে শুধু মানুষ হাসে না, আমার মনে হয় পশু-পাখির যদি বিএনপির ভাষা বুঝতে পারত তারা হাসতো।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি হাইকোর্টের রায়ে অবৈধ রাজনৈতিক দল দাবি করে হাছান মাহমুদ বলেন, যারা সংসদকে অবৈধ বলছেন, তাদের দলটাই তো অবৈধ। হাইকোর্ট রায় দিয়েছে আপিল বিভাগ সেটাকে বহাল রেখেছে। সেটা হলো ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে সকল কর্মকাণ্ড করেছেন সবকিছুই অবৈধ। সেই হিসেবে জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন সেটাও অবৈধ। বিএনপির হাইকোর্টের রায় অবৈধ একটি রাজনৈতিক।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। আমি বিএনপি নেতাদের বলবো এ ধরনের মিথ্যাচার না করে বরং বেগম জিয়ার আইনি লড়াইয়ে যারা আছেন তাদের মধ্যে যে সকল গলদ আছে একে অপরকে ল্যাং মারার যে প্রতিযোগিতা আছে সেটা বরং ঠিক করুন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, কবরের মধ্যে জিয়াউর রহমান যদি সেটা শুনতে পেতেন আমার মনে হয় তিনিও লজ্জায় কাত হয়ে শুয়ে পড়তেন। তিনি যে স্বাধীনতার ঘোষক, তিনি তার জীবদ্দশায় কখনো এ ধরণের দাবি করেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর একদিন আমরা হঠাৎ শুনতে পেলাম স্বাধীনতার ঘোষক নাকি মেজর জিয়া!
বিএনপির পুরো রাজনীতিটা মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বিএনপির রাজনীতি শুধু মিথ্যাচার নয়, তাদের জন্মটাই হয়েছে অবৈধভাবে। বিএনপি প্রথমে ঘোষণা করেছিল একাদশ জাতীয় নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে এবং কোনোভাবেই সংসদে অংশগ্রহণ করবে না।
তিনি আরও বলেন, গণফোরাম থেকে যখন ২ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করলো, তারা প্রশ্ন তুলল কীভাবে তারা শপথ গ্রহণ করলো। এরপর তারা শুধু শপথ গ্রহণ করেছে তা নয়, মহিলা সিটের ভাগটাও তারা নিয়েছে।