
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে অবসর প্রাপ্ত এক বিজিবি সদস্যের রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ০২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী বন্দরে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় উক্ত অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মাসুদ মিয়া (৪০) ভেন্ডাবাড়ী ইউনিয়নের শরিফপুর গ্রামের মোঃ কাইয়ুম মিয়ার পুত্র। সে ৮ বছর পূর্বে বিজিবি থেকে অবসর গ্রহণ করে। অবসর নেওয়ার পর থেকে পিতা-মাতার সঙ্গে পারিবারিক কলহের কারণে ভেন্ডাবাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। উল্লেখ্য প্রায় ৫ বছর পূর্বে তার স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। বর্তমানে সে একাই ভেন্ডাবাড়ী রূপালী ব্যাংক সংলগ্ন মৃত আলহাজ্ব নজরুল মিয়ার ভাড়াটিয়া বাসায় অবস্থান করত। এরই এক পর্যায় গত ১৫/০৬/১৯ ইং রোজ শনিবার বেলা ১.০০ ঘটিকার সময় তার ভাড়াকৃত রুমে সাবেক চেয়ারম্যান মুনজুর হোসেন মন্ডল তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরবর্তীতে পুলিশে খবর দিলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন পূর্বক লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঝুলন্ত লাশটি চেয়ারের উপর পা দিয়ে দাঁড়িয়ে ছিল, গলায় ফাঁসির দড়ি খুব শক্ত ভাবে গিট লাগানোর পাশাপশি পুনরায় অপর একটি রশি দ্বারা সংঘাটিত ভাবে পেচানো ছিল, যেটি মৃত ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। মৃতের নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত ক্ষণের চিহ্নসহ দুই ও কমরে আঘাতে চিহ্ন ফুটে উঠেছে। যা দেখে এলাকাবাসীসহ পুলিশ ও পরিবারের লোকজন এটাকে পরিকল্পিত হত্যাকান্ড হিসাবে আখ্যায়িত করেছেন। ধারনা করা হচ্ছে তাকে অর্থনৈতিক অথবা নারী ঘটিত বিষয়ে অনত্র্যে হত্যার পর তারশোবার ঘরে নিয়ে এসে গলায় দড়ি পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে জনমনো বিভিন্ন জলপোনা কল্পনা শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।