
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা । এ সময় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের কটাপুর বাজারে এ ঘটনা ঘটে।
ওসি আল-আমিন জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আহত পাঁচজন হলেন, সারিয়াকান্দি থানার এএসআই মিজানুর রহমান, এএসআই নয়ন কুমার, কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল মামুন মিয়া ও হামলাকারী সানজাহার শেখ।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, সম্প্রতি সারিয়াকান্দি উপজেলার পাকেরদহ গুচ্ছগ্রামের পুকুরে মাছ অবমুক্ত করা নিয়ে ওই এলাকার সানজাহার শেখ ও খৈমুদ্দিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খৈমুদ্দিন এ ঘটনায় থানায় সানজাহার শেখ ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের তদন্ত করতে বুধবার দুপুরে ওই পুলিশ সদস্যরা পাকেরদহ গ্রামে যান। তারা বিবাদী পক্ষে সৈয়দজ্জামান নামে একজনকে আটক করেন। তাকে নিয়ে থানায় আসার পথে কটাপুর বাজারের কাছে তার লোকজন পুলিশের ওপর চড়াও হয়।
তারা পুলিশকে মারপিট করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় উল্লিখিত চার পুলিশ ও পুলিশের মারপিটে সানজাহার শেখ আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সানজাহার শেখকে গ্রেফতার করে। আহত পুলিশরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া সানজাহারকে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।