
আব্দুস সালম শাহীন-শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে আজ সোমবার সকাল ১১টায় উপজেলার ছনকা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মহাসড়ক সংষ্কার কাজে কর্মরত এক শ্রমিক নিহত ও একজন আহত হয়।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজলনন্দী জানায়, ঢাকাগামী পণ্যবোঝাই ট্রাক (বগুড়া-ট ১১-১৪৯৪) শেরপুর উপজেলার ছনকা বাজার এলাকায় পৌঁছালে-ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী সাথী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব ১৪-১১৪০) সংঘর্ষ হলে ঘটনাস্থলে মহাসড়ক সংষ্কার কাজে কর্মরত এক শ্রমিক নিহত হয়। নিহত ফরিদ (৩৫) বগুড়ার শাজাহানপুর উপজেলার চকভেলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। আহত ট্রাক চালকের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।