গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী ৭ জুন শুক্রবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সকালেই সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে হাইস্কুল মাঠ। স্মৃতি হাতড়াতে তারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এমনকি অনেকেই এসেছেন বিদেশ থেকেও।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র ম্যানেজার শফিকুল ইসলাম প্রভিটা গ্রুপ লিমিটেড,প্রিন্সিপাল অফিসার সুজন প্রামানিক সোনালী ব্যাংক লিমিটেড, এ্যাড. ফয়জুল আলম রনন, সহকারী শিক্ষক শাহআলম, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন বিনু, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, মমতাজ জাহান রিপা, সহকারি শিক্ষিকা মনোরমা মিনু, গোবিন্দগঞ্জ উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান, সুরাইয়া পুতুল রাজিবুল মাহমুদ খান রনি, সাংবাদিক সুমন সরকার জিহাদ বিন মাহমুদ, রাজিব ফেরদৌস, প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ।
বিদ্যালয়ের ২০০০ ব্যাচের পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম বলেন, বন্ধুত্বের টানে,শৈশবের মধুর স্মৃতি চারনায় ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিনে এক ব্যতিক্রমধর্মী মিলন মেলার আয়োজন করা হয়েছে। ব্যাচের সদস্যরা অনেকেই দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপুর্ণ পেশায় নিয়োজিত।
মিলনমেলার অনুষ্ঠান সূচির মধ্যে ছিল, উপহার থলে প্রদান, র্যালী, খেলাধুলা, পরিচিতি পর্ব, নামাজের বিরতি, দুপুরের খাবার বিরতি,শিক্ষাগুরুদের ক্রেস্ট প্রদান সাংস্কৃতিক অনুষ্টান, পুরষ্কার বিতরণ ও র্যাফেল ড্র ।