
গাইবান্ধায় মাদকসেবনের দায়ে নাদু মিয়া নামে এক যুবকের তিনমাস কারাদন্ড
গাইবান্ধা সদরে নাদু মিয়া (৩৫) নামে এক যুবককে মাদকসেবনের দায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত ৩ জুন সোমবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মাদক সেবী নাদু মিয়া (৩৫) সদর উপজেলার খামার বল্লমঝড় এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটক নাদু মিয়া দুপুরের দিকে মাদকসেবন করে স্থানীয় একটি বাজারে ভারসাম্যহীন হয়ে পড়ে।খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে নেওয়া হয়। এসময় আটককৃত নাদু মিয়া মাদকসেবন করার কথা স্বীকার করায় আদালত তাকে এ দন্ডাদেশ দেন।