গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি ধীরেন ও মজিদুল কে গ্রেফতার করেছে।
৩১ মে শুক্রবার রাত্রি আনুমানিক সাড়ে আটটার সময় এসআই মমিরুল এবং এএসআই শওকতের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা ইউপির ফাঁসিতলা এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামি ১। ধীরেন রবিদাস(৩৫), ২। মজিদুল(৫২) কে ৫০ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
গ্রেফতারকৃত ১। ধীরেন রবিদাস(৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের ফুলচাঁনের ছেলে ও ২)মজিদুল(৫২) মৃত মজিবরের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ জানান, উদ্ধারকৃত হেরোইন ও গাঁজার মুল্য ২ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা।আসামি মজিদুলের বিরুদ্ধে আরো ২টি মাদক মামলা আদালত বিচারাধীন আছে। এ বিষয়ে আসামি দ্বয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।