গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে তোফাজ্জল হোসেনের বাড়ী-ঘর হেলে গিয়ে ঘরের ভিতর ঘুমিয়ে থাকা মজিবুর রহমান (৩৩)-এর উপর পড়ে। এ ঘটনায় মজিবুরের ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে। নিহত মজিবুর ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান নিহত ও ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহুরুল ইসলাম, নাকাই ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।