অবশেষে পুলিশের জালে ধরা পড়লো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, শাখাহার, কামদিয়া ইউপি ও গোবিন্দগঞ্জ থানার শেষপ্রান্ত পাঁচবিবি থানার কয়েক টি ইউপি এলাকায় দীর্ঘ হতে সচ্ছল ব্যক্তিদের বাড়ি কিংবা পথিমধ্যে হতে অপহরণ পূর্বক গোপন স্হানে লয়ে গিয়ে জিম্মি করে টাকা আদায় চক্রের মুল হোতা আসামি রাসেল(৩৫) কে গত ২৯ মে ৯টায় আলীগ্রাম এলাকা হতে আটক করা হয়। উক্ত আসামি রাসেল ও তার দল গত ২৩ জানুয়ারি শাখাহার ইউপির বানিহালী গ্রাম হতে আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক (৬৫) নামের একজন কৃষক কে অপহরণ করে গোপন জায়গায় আটক রাখলে পুলিশের চাপে ছেড়ে দিতে বাধ্য হয়।ঐ ঘটনার পর হতে অপহরণকারী রাসেল আত্নগোপন করে ছিল।
গ্রেফতারকৃত অপহরণকারি হোতা রাসেল(৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার কোগারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে অফিসার ইনচার্জ জানান, উক্ত আসামি কে ২৯ মে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তার বাকি সঙ্গীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।