
জেলার বিশাল একটি অংশে নদী ভাঙ্গন বন্যার ভয়াল থাবায় মঙ্গা নিত্যদিন ধুধু চর নদীর বুকে নৌকা ডাকাতি এরপরেই এলো ডাঙ্গায় নাশকতা সহিংসতা জেলা জুড়ে নাশকতা সহিংসতার বিশাল পট ভূমিতে রুপ নেওয়া গাইবান্ধা জেলা আজ অনেকটাই নিরাপদ। গোটা জেলায় পুলিশের ২৪ ঘন্টা সেবা সার্বক্ষণিক মোবাইলে দ্রুত যোগাযোগ ব্যবস্থা এছাড়াও আইন শৃংখলা রক্ষায় দায়িত্বপালনের পাশাপাশি জেলা জুড়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। জনসচেতনতা বৃদ্ধির ফলে জেলায় মাদকের রমরমা ব্যানিজ ও রাত নাচানো জুয়া অশ্লীল যাত্রা আজ রুপকথার গল্পে পরিণত হয়েছে। যত্রতত্র সড়ক মহাসড়কে ডাকাতি বন্ধ হয়ে গেছে পুলিশি তৎপরতার পাশাপাশি অন্যান্য আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় মাদককারবারিরা গা ঢাকা দেওয়াসহ ব্যবসা বন্ধ করে ভালো হয়ে সমাজে জীবন যাপনে সঠিক পথে চলছে। জেলায় গ্রাম পুলিশদের দায়িত্ববান ও নিরাপদ করেও চমক সৃষ্টি করেছেন। মানুষ হিসাবে দায়িত্বের পাশাপাশি মানবিক ভাবে হাত বাড়িয়ে দিয়ে মানবিক পুলিশ সুপার হিসাবে জেলায় নন্দিত ব্যক্তিতে পরিণত হয়েছেন প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। তাহার দিক নির্দেশনায় জেলায় মামলা গ্রহন,তদন্ত,প্রমাণ সহ আসামী গ্রেফতার করে শাস্তির জন্য বিচারের মুখোমুখি করা সহ নানা বিধি অপরাধ দমনে সুকৌশলী ভুমিকায় আজ জেলা পুলিশও জেলায় নন্দিত। মানুষের ভরসা অর্জনে বহুগুণ এগিয়ে রয়েছে গাইবান্ধা জেলা পুলিশ।
তিনি এমন সফলতা অর্জন করে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অর্জন হিসাবে এসময়েই প্রমাণ করেছেন। জেলা পুলিশ কে নিয়ে গেছেন মানুষের দৌড় গোড়ায় সেবা প্রদানে। দেশের নিরাপদ জেলা ও বাস ভূমি গাইবান্ধা।
যিনি জেলায় কর্মরত থাকা অবস্থায় আইন শৃংখলা অবস্থা ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নাশকতা সহিংসতা কারিরা আজ বিলিন হয়ে গেছে। এসব নাশকতা সহিংসতাকারিরা এলাকা ছেড়েছে বা জেলহাজতে গেছেন। জনতা পুলিশের বন্ধন সৃষ্টি করে আজ জেলা হতে অপরাধ দমনের পাশাপাশি চির দিনের সড়ক দূর্ঘটনা রোধে সর্বস্তরের মানুষ কে সজাগ করতে সক্ষম হয়েছেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এমন একজন কর্মদক্ষতা সম্পূর্ণ পুলিশ সুপার পেয়ে জেলাবাসী ব্যাপক সচেতন হয়ে উঠেছেন। স্কুল কলেজ গুলোর সামনে সড়ক, মহাসড়ক, গ্রামের মেঠো পথ হতে বন্ধ হয়ে গেছে ইভটিজিং নামের ভয়াল সামাজিক ব্যাধি। নারী ও শিশু নির্যাতন দমনেও নেয়া হয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা। অভিযোগের সঙ্গে সঙ্গে সত্যতা যাচাই পূর্বক নির্যাতনকারিদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে এসেছেন।