
আব্দুস সালাম (শাহিন) শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
সর্বোচ্চ সর্বহারা গ্রেফতারের উপর মনোনিত হয়ে রাজশাহী রেঞ্জের বিভাগীয় শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেয়েছেন বগুড়া শেরপুরের তদন্ত ওসি মোঃ বুলবুল ইসলাম।
রবিবার বিকেলে রাজশাহী রেঞ্জের সম্মেলন কক্ষে আনুষ্ঠিত এপ্রিল-২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার তদন্ত ওসি মোঃ বুলবুল ইসলামকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জার ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।
এসময় রাজশাহী রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া শেরপুরের তদন্ত ওসি মোঃ বুলবুল ইসলাম জানান, গত এপ্রিল মাসে সর্বহারা গ্রেফতার করার জন্য ডিপার্মেন্টের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়েছে। এই সম্মাননা পুলিশ প্রশাসনকে আরো উৎসাহিত করবে।