
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর নির্দেশে সুন্দরগন্জের মাদক সম্রাট এক ডজন মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী শামীম ওসমান সরদার(২৯) কে গতকাল ২২ মে বিকালে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবির) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ হইতে গ্রেফতার করা হয়।
এরপর গ্রেফতারকৃত মাদক সম্রাট শামীমকে ডিবি ও সুন্দরগন্জ থানা পুলিশের যৌথ টিম কর্তৃক জিজ্ঞাসাবাদে তাহার হেফাজতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রশস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।উক্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিঃ পুলিশ সুপার (এ-সার্কেল) আবদুল আউয়াল এর নেতৃত্বে ডিবি ও সুন্দরগঞ্জের থানা পুলিশের একটি যৌথ টিম গ্রেফতারকৃত শামিমকে সাথে নিয়ে তাহার দেখানো মতে সুন্দরগন্জ থানাধীন পূর্ব ছাপরহাটি এলাকায় মাদক/অস্ত্র উদ্ধার অভিযানে গেলে আজ ২৩ মে বৃহস্পতিবার রাত ০২.৪৫ মিনিটে উক্তস্থানে শামীমের দেখানো মতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারকালে মাদক ব্যবসায়ী শামীম এর সহযোগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী একটি গ্রুপ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র -সহ পুলিশের উপর আক্রমণ করে এবং গুলি করে আসামী ছিনাইয়া নেওয়ার চেষ্টা করিলে ও আসামী শামীম সন্ত্রাসীদের সাথে যোগ দিয়া পালাইবারকালে সন্ত্রাসী হামলা প্রতিরোধ কল্পে এবং সরকারী/ বেসরকারী জানমাল রক্ষার্থে পুলিশ ও পাল্টা শর্টগানের গুলি করিয়া সন্ত্রাসীদের ধরার চেষ্টা করিলে সন্ত্রাসীরা পালাইয়া যাইতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থলে খোঁজ করিয়া ২০৪০ পিস ইয়াবা, ৩টি বড় তরবারীও ৭টি গুলির খোসা পাওয়া যায় এবং আসামী শামিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।এই ঘটনায় অতিঃ পুলিশ সুপার মোঃ আবদুল আউয়াল(এ-সার্কেল)ও ডিবি পুলিশের এস,আই আবু নেওয়াজ সরদার সহ ৫ পুলিশ সদস্য আহত হয়- যাহাদের সদর হাসপাতাল সহ সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদক আইনে,ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার হওয়ায় এলাকার জন প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ পুলিশ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষ আরো মনে করে জেলা পুলিশের কৌশলী অভিযান অব্যহত থাকলে দ্রুত৷ জেলা কে মাদক মুক্ত করা সম্ভব হবে।
এদিকে জেলা কে মাদক মুক্ত করতে যত বাঁধা-ই আসুক গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম আবারো পূনর্ব্যক্ত করিয়াছেন।