
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত বীর মুক্তিযোদ্ধা কামাল সর্দারের ৩য় ছেলে শামীম সর্দার । গতরাতে উপজেলার মজুমদারের মাঠের হাট নামক এলাকায় গুলিবিদ্ধ হন শামীম। অাহত অবস্থায় গাইবান্ধা জেলা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে । বর্তমানে সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানান অফিসার ইনচার্জ মোঃ অাব্দুস সোবাহান বলেন, ঘটনার সময় পুলিশ ঐ এলাকায় টহল দিচ্ছিল । অাহত শামীম তার দলবলসহ টহলরত পুলিশের উপর হামলা করলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয় । এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে অাটক করে । সুন্দরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ২০৪০ (দুই হাজার চল্লিশ) পিচ ইয়াবা ও ৩ টি (তিন) ধারালো রামদা উদ্ধার করা হয়েছে । তিনি অারো জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য অাইনে মামলা করার প্রস্তুতি চলছে । ।