গাইবান্ধা প্রতিনিধিঃ সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সোমবার গাইবান্ধা পিটিআই হলরুমে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, পিটিআই সুপার মোছাম্মদ সামছিয়া বেগম, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
বক্তারা বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য তুলে ধরে সরকারের এ উন্নয়ন অব্যাহত রাখতে বাল্যবিয়ে সন্ত্রাস- জঙ্গিবাদসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন। তারা প্রধানমন্ত্রীর উদ্যোগ সমূহের সফলতা নস্যাত করতে যেকোন অপচেষ্টা সম্পর্কে সজাগ থাকার আহবান জানান।