
খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুরহাট (রামপুর) তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভা অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি বাদশা মিয়া, মোজাম্মেল হক, সহ-সেক্রেটারী মতিয়ার রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সদস্য সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক তানজিনা আক্তার সেতু, সহকারী শিক্ষক রিক্তা বেগম, রিপা আকতার, আঞ্জুয়ারা বেগম, সোনিয়া খাতুন, রূম্পা আক্তার ও স্বপন কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবরিনা আক্তার স্বর্ণা। আলোচনা শেষে তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ও সন্ধি একাডেমীর শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।