
সরকারের নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ১৬ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শাখারা উদ্যেগে গাইবান্ধা শহরের ডিবি রোডে দুপাশে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নরী মুক্তি আন্দোলন নেত্রী নিলুফা ইয়াসমিন শিল্পীসহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছে থেকে ধান ক্রয়ের দাবী জানায়।তারা বলেন সরাসরি কৃষকের কাছে থেকে ধান ক্রয় করা না হলে এখানে মধ্যস্থভোগীরা সুবিধা নিবে এতে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে।
এসময় তারা বলেন আমরা কৃষক নই আমরা ছাত্র তবে আমাদের যে শিক্ষার খরচ যোগাচ্ছেন সে আমাদের কৃষক বাবা তাই আমাদের শিক্ষা জীবন বাঁচাতে কৃষক বাবার ধানের ন্যায্য মূল্য চাই।