
আব্দুস সালাম শাহীন-শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর উপজেলা শাখা ও শহর শাখার উদ্যোগে সাবেক ছাত্রলীগ সভাপতি মরহুম মনোয়ার রহমান হাবলু ও ছাত্রলীগ নেতা মরহুম ফজলুল বারী রুবেল এর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ মে সোমবার বিকালে মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আরিফুর রহমান শুভ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো: রনি সরকার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সৌরভ আহম্মেদ সুমনের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ জামাল সিরাজি, সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম, মাহবুবুর রহমান আশিক, আবু বক্কর সিদ্দিক সেচ্ছা সেবক লীগ নেতা নূরে আলম সানি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা। এসময় তাদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করা হয়।
উল্লেখ্য গত ২০০৪ সালের ১৩ই মে ছনকা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হাবলু ও রুবেল মারা যায়। ঐ দূর্ঘটনায় আরেক সাবেক ছাত্রলীগ নেতা রতন কর্মকার আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর ভাল চিকিৎসার অভাবে ২০১৭ সালে মৃত্যুবরণ করে।