
ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনগণের সকল অধিকার কেড়ে নেয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বাণিজ্য। এরা সুষ্ঠু নির্বাচন ও চিরন্তন গণতন্ত্রের ধারণা নিজেদের মতো জনগণের মন থেকেও মুছে দিতে চায়। আর এজন্য নির্বাচনের আগের রাতের ভোটকে প্রতিষ্ঠিত করতে চায়।
আজ রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে-ততদিন ভোট ডাকাতি ও সমাজে অবিচার-অনাচারের বাড়বাড়ন্ত থাকবেই। বাংলাদেশের রাজনীতিতে নষ্ট প্রতীকে পরিণত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রিজভী বলেন, আওয়ামী উন্নয়নের আড়ালে যে রক্তউৎসব চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষের চোখের পানিতে বাংলাদেশের মাটি কর্দমাক্ত, সেই কাদামাটিতে শেখ হাসিনার উন্নয়নের রথ আটকে গেছে। তাদের উন্নয়নের জিকিরে জনমনকে বিভ্রান্ত করা যায়নি।
তিনি বলেন, আইনের শাসনের মূল কথা, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত সরকার আইনানুযায়ী কার্যক্রম চালাবে। যাতে রাষ্ট্রের যেকোন নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে সে তার প্রতিকার পাবে। মোট কথা, যেখানে সরকারের সকল কাজ আইনের অধীনে পরিচালিত হয় এবং যেখানে আইনের জায়গা সবকিছুর উর্ধ্বে। বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে জনগণ কি মনে করছে সেই তোয়াক্কা না করে, সরকারের লোকেরা প্রায় প্রতিদিনই তারস্বরে বলে বেড়াচ্ছে দেশে গণতন্ত্র আছে। সরকার কোথাও হস্তক্ষেপ করছে না। এটা তাদের গায়ের জোরের কথা।
রিজভী বলেন, ৩০ ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তা, আওয়ামী এমপি-মন্ত্রীরাও মিডনাইট ভোটের গুণকীর্তন করছেন। গতকাল আরেকজন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবও মিডনাইট ভোটে আওয়ামী সাফল্যের কথা গর্বভরে বলেছেন। প্রকৃত ঘটনা মানুষ প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এদেশে আইনের উর্ধ্বে উঠে ব্যক্তির হুকুমই শেষ কথা। তবে হ্যাঁ, আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, কিন্তু সবই প্রধানমন্ত্রীর কথায় উঠবস করে।’
তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা অপরাধ করার পরেও কখনো কখনো আদালত কর্তৃক শাস্তি পেলেও নির্বিঘ্নে মন্ত্রীত্ব করতে পারে। বিরোধী দলের লোকদের হত্যা করার পরেও আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে যায়। অথচ দেশের জনপ্রিয় নেত্রী ও চারবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকিয়ে রেখে জামিনে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী নেতারা বলে বেড়ান বিএনপিকে নাকি উপড়ে ফেলা হবে। গণতন্ত্র হত্যা করে রাজনীতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন আওয়ামী নেতারা।
রিজভী বলেন, স্বৈরাচারী একনায়করা ক্ষমতা ধরে রাখার সাথে নিবৃত্তিমূলক আটকাদেশের বিধান তৈরি করে তা নিষ্ঠুরভাবে প্রয়োগ করার ঘটনা দেশে দেশে আমরা লক্ষ্য করেছি। কিন্তু নাৎসীবাদী শক্তির বিরোধী দল দমনের চিত্র আরও ভয়াবহ। নাৎসী সরকারের বিরুদ্ধে প্রতিবাদীর রহস্যজনক অন্তর্ধান ঘটে। গুম হয় জাতীয় জীবনের নিত্যদিনের অনুষঙ্গ।
তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর সব মামলায় জামিন লাভ করা সত্ত্বেও জেলগেট থেকে বেরুনোর সময় আবারও নুতন মামলা দিয়ে গ্রেফতার আওয়ামী লীগের এক মহা আবিস্কার, বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নতুন নতুন মামলা দিয়ে পুনরায় গ্রেফতার বর্তমান আওয়ামী নাৎসীবাদী সরকারের বিরোধী দল দমনের আরেকটি পৈশাচিক দৃষ্টান্ত। এটি একটি চরম বেআইনি পন্থা, এই পন্থা অবলম্বন করা হয় শুধুমাত্র বিরোধী দলকে পর্যুদস্ত করার জন্য। এটি প্রধানমন্ত্রীর সৃষ্ট সর্বব্যাপী ঘৃণা ও বিভাজনের নগ্ন বহি:প্রকাশ। সকল মামলা থেকে জামিন লাভের পর রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিয়ে পুনরায় মিথ্যা মামলা দিয়ে জেলগেট থেকে আটক অবশ্যই একটি অপরাধ। বর্তমানে বাংলাদেশের কারাগারগুলো আওয়ামী দু:শাসন ও জুলুমের পীঠস্থান।
রিজভী বলেন, ক্ষমতাসীন জোটে স্বৈরাচার ও ফ্যাসিবাদ একে অপরের সাথে হাত মিলিয়েছে বলেই আজকে যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুর মতো যুবকরা নির্যাতনের শিকার হচ্ছে। সেইজন্য ভোটারবিহীন এই মধ্যরাতের সরকারের কাছ থেকে কল্যাণকর কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই সরকার জনগণের কাছে জবাবদিহিতাকে ঘৃণা করে। এই কারণেই নুসরাত, শাহীনুর, তনু, মিতুর মতো অসংখ্য নারী-কিশোরী প্রতিনিয়ত হত্যার বলি হচ্ছে। এত হত্যা, নারী নির্যাতন-শিশু নির্যাতনের খবরে সংবাদপত্রের পাতা ভরে থাকে। এই ম্যান্ডেটহীন সরকারের কারণেই অসংখ্য মানুষের কান্না ও দীর্ঘশ্বাসে বাংলাদেশের বাতাস ভারী হয়ে আছে। দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবি বলেছেন-দেশজুড়ে উন্নতির অন্তরালে আর্তনাদ চলছে। তিনি বলেছেন-এরকম দুরাবস্থা বাংলাদেশে আর কখনো দেখা যায়নি।