
গাইবান্ধায় ৬১৫ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
ক্রাইম প্রিভেনশান কোম্পানী-৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন পশ্চিম ছালুয়া গ্রামস্থ জনৈক মাজু আকতার এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পশ্চিম ছালুয়া গ্রামের শাহজাহান সিরাজের স্ত্রী আসামী ১। মাজু আকতার (৩৮), এর কাছে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৬,৫৮০/- টাকা, দুইটি মোবাইল, ৪ টি সীমকার্ড, ২ টি মেমোরীকার্ড ও কুড়িগ্রাম জেলাররৌমারী থানার পূর্ব দুবলাগাড়ী গ্রামের রজব আলীর ছেলে ধৃত আসামী ২। মোঃ আবু তাহের @ তহর (৩০) এর কাছে ১৭ পিচ ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৮,৬০০/- টাকা, ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড, ১ টি মেমোরী কার্ড এবং গাইবান্ধা সদর থানার পশ্চিম কোমরনই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে ধৃত আসামী ৩। মোঃ আবুল হাসেম (৪৬) এর কাছে ১৩ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৮১০/- টাকা, ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড, ২ টি মেমোরীকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তিনজনের নিকট হতে উদ্ধারকৃত সর্বমোট ইয়াবা ট্যাবলেটের পরিমান ৬১৫ পিস যার বাজারমূল্য অনুমান ২,০০,০০০ টাকা।
এখবর নিশ্চিত করে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবো,র্যাব প্রতিষ্টার পর হতেই মাদক উদ্ধারে সচেষ্ট আছে। এছারা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র্যাব সচেষ্ট রয়েছে। সেই মতে র্যাব ক্যাম্প, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।