
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা আজ শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি.।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম. সেলিম পারভেজ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, ডা. মোসাব্বির আহমেদ, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী সরকার প্রমুখ।
সভা চলাকালে ডেপুটি স্পিকার হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন। এরআগে ডেপুটি স্পিকার হাসপাতাল চত্বরে গাছের চারা রোপন করেন।