গাইবান্ধার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম গোবিন্দগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছেন।
আজ ৯ মে বৃহস্পতিবার দুপুর ২টায় গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বাঁশহাটিতে অস্থায়ীভাবে বসবাসরত বেদে সম্প্রদায়ের সদস্যদের মাঝে গাইবান্ধা মানবিক পুলিশ সুপার প্রকৌশল আবদুল মান্নান মিয়া বিপিএম নিজ হাতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। তিনি এসময় বেদে সম্প্রদায়ের প্রতি বাল্য বিবাহ দেওয়া হতে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) এএসপি মোহাম্মাদ আসাদুজ্জান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।