এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ^ মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজন রবিবার মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, ডি ডব্লিউ ডিগ্রী কলেজের প্রভাষক কৃষ্ণা রানী, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, রামজীবন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মানছুরা আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক তছলিমা নাসরিন।