গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বাল্য বিবাহ,ইভটিজিং, যৌন নিপিড়ন বন্ধে আজ ৯ মে বৃহস্পতিবার উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন বাল্য বিবাহ,ইভটিজিং,যৌন নিপিড়ন বন্ধে সকল কে ঐক্যবদ্ধ হতে হবে। এসমস্যা গুলো বন্ধে ও প্রতিরোধে পুলিশ কে সহযোগীতা করতে এগিয়ে আসুন।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার ভাঃ নাজির হোসেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মো. আসাদুজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ,প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ,অধ্যক্ষ বশির আহাম্মেদ,অধ্যক্ষ এ, এইচ এম আহসান হাবীব প্রিন্স প্রমুখ।